

নিয়মাবলী
১ ) প্রাথমিক ভাবে ছবি আকার সরঞ্জামঃ খাতা দুটি , পেন্সিল ৩ টি , ইরেজার , ড্রইং বাের্ড , স্কেল , স্কেচ পেন , রং এবং ক্লিপ ।
২ ) ছাত্র - ছাত্রীদের নিয়মিত স্কুলে আসতে হবে ।
৩ ) ছবি আঁকার সরঞ্জাম সময়মতাে নিয়ে আসতে হবে ।
৪ ) বাড়িতে নিয়মিত ছবি আঁকা চর্চা করতে হবে ।
৫ ) প্রতি সপ্তাহে কেবলমাত্র একদিন শনিবার / রবিবার ছবি আঁকা শেখানাে হয় । প্রয়ােজনে আঁকার সময় ও বারের পরিবর্তন হতে পারে ।
৬ ) মাসে একদিন আঁকা শেখানাের পরিবর্তে হাতের কাজ শেখানাে হয় । ছাত্র - ছাত্রী শিখতে বা স্কুল শেখাতে বাধ্য নয় ।
৭ ) স্কুলে সকল অনুষ্ঠানে ছাত্র - ছাত্রীর অংশগ্রহন বাধ্যতামুলক ।
৮ ) চতুর্থ শ্রেণীর পর থেকে আকার বিশেষ পরীক্ষার ব্যবস্থা আছে ।
৯ ) প্রতি মাসের প্রথম সপ্তাহে অবশ্যই বেতন জমা দিতে হবে ।
১০ ) পােশাকীয় ও শারীরিক পরিচ্ছন্নতা একান্তভাবে বাঞ্ছনীয় ।
১১ ) যে কোনাে ছাত্র - ছাত্রী একাধিকক্রমে তিন সপ্তাহ অনুপস্থিত থাকলে , তার নাম বাতিল করা হবে । কেবল ছাত্র - ছাত্রী অনুপস্থিত থাকলে , শিক্ষকের কাছে ছুটির আবেদন অবশ্যই করতে হবে ।
১২ ) অভিভাবকের কোনাে অভিযােগ থাকলে ছাত্র - ছাত্রীদের সামনে জানাবেন না অসাক্ষাতে বলুন ।
১৩ ) বিল বই হারালে ও বেতনের গন্ডগােল হলে স্কুল দায়ী থাকবে না । নতুন বিল বইয়ের জন্য ২৫ টাকা লাগবে ।
১৪ ) যদি কোনাে মাসে কোনাে ছাত্র - ছাত্রী স্কুল চলাকালীন অনুপস্থিত থাকে , তবে সেই মাসের পুরাে বেতন লাগবে ।
১৫ ) পর পর ২ মাসের মাইনে বাকী থাকিলে তৃতীয় মাস থেকে প্রতি মাসের জন্য ১০ টাকা করে ফাইন লাগবে ।
RULES
1) Initially Image Size Tools: Two notebooks, three pencils, eraser, drawing board, scale, sketch pen, color and clip.
2) Students - Students must come to school regularly.
3) Drawing equipment must be brought in time.
4) You have to practice drawing regularly at home.
5) Drawing is taught only once a week on Saturday / Sunday. Drawing times and times may change as needed.
6) Instead of teaching drawing once a month, handicrafts are taught. Students - Students are not obliged to learn or teach in school.
7) Students' participation in all school events is compulsory.
8) There is a special size test from the fourth grade onwards.
9) Must pay salary in the first week of every month.
10) Clothing and physical cleanliness is highly recommended.
11) Where the student is absent for more than three weeks in a row, his name will be canceled. If only students are absent, leave must be applied to the teacher.
12) If there is a complaint in the corner of the guardian, do not inform the students in front of the students.
13. The school will not be responsible if the bill book is lost and the salary goes up. It will cost 25 rupees for a new bill book.
14) If a student is absent during school in any month, then the full salary of that month will be required.
15) If there is 2 months left in the salary, from the third month onwards, a fine of 10 rupees will be required for each month.